অফিস পরিচিতিঃ
জেলা সঞ্চয় অফিস/ব্যুরো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অভ্যন্তরীন সম্পদ বিভাগের অধীন জাতীয় সঞ্চয় পরিদপ্তরের একটি শাখা অফিস।গণপ্রজাতন্ত্রীবাংলাদেশসরকারের ঘাটতি বাজেট মেটানোর জন্য অভ্যন্তরীণ ঋনের একটি বড় উৎস সঞ্চয়পত্র বিক্রি।এ লক্ষে জনগণকে সঞ্চয়পত্রের বিভিন্ন লাভজনক ও নিরাপদ প্রকল্পে বিনিয়োগে উৎসাহিত করার জন্য স্বধীনতা পরবতী জেলা সঞ্চয় অফিস,খুলনা প্রতিষ্টিত হয়। ১৯৮৬ সাল থেকে জেলাসঞ্চয়অফিস/ব্যুরো,খুলনা থেকে সঞ্চয়পত্র বিক্রয় ও নগদায়ন শুর হয়।বতমানে অফিসটি বাংলাদেশ ব্যাংক ভবন খুলনার নিচ তলায় অবস্থিত।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS