Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

২০২২-২৩ অর্থবছরে সঞ্চয়পত্রের অর্জিত মুনাফা হতে কর্তিত উৎসে কর প্রত্যয়নপত্র জেলা সঞ্চয় অফিস/ব্যুরো ও বিশেষ ব্যুরো অফিসসমূহ হতে বিতরণ করা হচ্ছে।                      জাতীয় সঞ্চয় বিশেষ ব্যুরো, খুলনার কার্যক্রম শুরু হয়েছে। ঠিকানাঃ ৭১১, যশোর রোড়,দৌলতপুর,খুলনা (পূবালী ব্যাংকের ৩য় তলা)। সঞ্চয় সেবা গ্রহণে জাতীয় সঞ্চয় বিশেষ ব্যুরো, খুলনাতে যোগাযোগ করুন। 


অফিস সম্পর্কিত

অফিস পরিচিতিঃ

জেলা সঞ্চয় অফিস/ব্যুরো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অভ্যন্তরীন সম্পদ বিভাগের অধীন জাতীয় সঞ্চয় পরিদপ্তরের একটি শাখা অফিস।গণপ্রজাতন্ত্রীবাংলাদেশসরকারের ঘাটতি বাজেট মেটানোর জন্য অভ্যন্তরীণ ঋনের একটি বড় উৎস সঞ্চয়পত্র বিক্রি।এ লক্ষে জনগণকে সঞ্চয়পত্রের বিভিন্ন লাভজনক ও নিরাপদ প্রকল্পে বিনিয়োগে উৎসাহিত করার জন্য স্বধীনতা পরবতী জেলা সঞ্চয় অফিস,খুলনা প্রতিষ্টিত হয়। ১৯৮৬ সাল থেকে জেলাসঞ্চয়অফিস/ব্যুরো,খুলনা থেকে সঞ্চয়পত্র বিক্রয় ও নগদায়ন শুর হয়।বত‌মানে অফিসটি বাংলাদেশ ব্যাংক ভবন খুলনার নিচ তলায় অবস্থিত।