Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

 সঞ্চয়পত্রের অর্জিত মুনাফা হতে কর্তিত উৎসে কর প্রত্যয়নপত্র জেলা সঞ্চয় অফিস/ব্যুরো ও বিশেষ ব্যুরো অফিসসমূহ হতে বিতরণ করা হচ্ছে।        জাতীয় সঞ্চয় বিভাগীয় কার্যালয়, খুলনা এর ঠিকানা বিভাগীয় কমিশনারের কার্যালয়, খুলনা-এর পুরাতন  ভবনের ২য় তলায়।             পূর্ণ মেয়াদান্তে পরিবার সঞ্চয়পত্র মুনাফার হার: ১১.৯৩%তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে মুনাফার হার: ১১.৮২%, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে মুনাফার হার: ১১.৮৩%, এবং পেনশনার সঞ্চয়পত্রে মুনাফার হার: ১১.৯৮% 
 


শিরোনাম
তথ্য অধিকার অগ্রগতি প্রতিবেদন
বিস্তারিত

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জেলা সঞ্চয় অফিস/ব্যুরো,খুলনা

                                               জাতীয় সঞ্চয় অধিদপ্তর                                             

                                     অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়।                                   

    www.savings.khulna.gov.bd

 

 

স্মারক নং- 08.04.4700.000.99.116.21.

তারিখঃ

25 আশ্বিন, ১৪২৯ বঙ্গাব্দ।

10 অক্টোবর, ২০২2খ্রিষ্টাব্দ।

 

বিষয়ঃ তথ্য অধিকার আইন  অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে তথ্য প্রদান প্রসংগে।

 

উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছেযে, তথ্য অধিকার আইন অনুযায়ী ২০২2-২3 অর্থবছরের 1ম ত্রৈমাসিকে জেলা সঞ্চয় অফিস/ব্যুরো,খুলনা-এর নিকট লিখিতভাবে তথ্য জানতে চেয়ে কোন ব্যক্তি/প্রতিষ্ঠান আবেদন করেনি। তবে মৌখিকভাবে, টেলিফোনে এবংসরাসরি যেসকল তথ্য জানতে চাওয়া হয়েছে তানির্ধারিত সময়ের মধ্যে প্রদান করা হয়েছে যা আপনার সদয় অবগতি এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্র্রেরণ করা হলো।

 

 

 

 

 

 

(মোঃ জাকির হোসেন)

 

উপপরিচালক

জাতীয় সঞ্চয় বিভাগীয় কার্যালয়

খুলনা বিভাগ, খুলনা ।

                                                                         সহকারীপরিচালক

 

                                                                             জেলাসঞ্চয়অফিস/ব্যুরো

       খুলনা।

 

 

 

 

প্রকাশের তারিখ
20/10/2022
আর্কাইভ তারিখ
30/11/2023